
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত 'দুলাভাই বাহিনীর' ১ সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৬ নভেম্বর, ২০২৫) সকালে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল সরদারের (৫৫) বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকায় এবং দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সাথে সুন্দরবনে ডাকাতি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন দফতরের নির্বাহী কর্মকর্তা লে. তৌফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এক সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সরকারি ভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হলেও, সাম্প্রতিক সময়ে এই দুলাভাই বাহিনীসহ অন্তত ১৪টি দস্যুদল আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে জানা যায়।
এই বাহিনীটির নেতৃত্বে রয়েছে রবিউল ইসলাম, যিনি একসময় সুন্দরবনের ত্রাস হিসেবে পরিচিত 'ইলিয়াস বাহিনী'র প্রধান ইলিয়াসের বোনের স্বামী। তাঁর নাম থেকেই স্থানীয় বনজীবীরা এই নতুন দলের নাম দিয়েছে 'দুলাভাই বাহিনী'।
তারা মূলত বনজীবীদের (জেলে, কাঠুরিয়া) অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায় করে এবং বনজীবীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের মাধ্যমে এই বাহিনীর সদস্যরা সুন্দরবনের উপকূলীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দমনে তৎপরতা চালাচ্ছে।