মোহাম্মদ উল্লাহ, নোয়াখালী প্রতিনিধি:
খন্দকার নাজমুল হক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদ থেকে দারিদ্র্য বিমোচনে ইসলামী মাইক্রোফিন্যান্সের ভূমিকা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ ডিগ্রি অনুমোদিত হয়।
তিনি ১৯৬৮ সালের ২৭জানুয়ারি ফেনীর জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সুপরিচিত ইলাশপুর মিয়াবাড়ীতে জন্মগ্রহণ করেন। বর্তমানে জাতীয় উন্নয়ন সংস্থা রেইনবো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কর্মরত আছেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৯৩ সালে বিএ (অনার্স) এবং ১৯৯৪ সালে এমএ ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পোস্ট গ্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। এরপর ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে দারিদ্র্য বিমোচনে মুসলিম এইড ইউকের সুদমুক্ত ক্ষুদ্র ঋণের ভূমিকা বিষয়ে এম.ফিল ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি।