বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
মইন উদ্দীন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
চট্রাগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম বলেছেন, “আজকের গণসংযোগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করছে- আগামীর রাঙ্গুনিয়া হবে দাঁড়িপাল্লার রাঙ্গুনিয়া।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গণসংযোগ শেষে তিনি এ মন্তব্য করেন।
ডাঃ রেজাউল করিম বলেন, ❝রাঙ্গুনিয়াকে আধুনিক নিরাপদ উপজেলায় রূপান্তর করতে হলে সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের লক্ষ্য হবে, রাঙ্গুনিয়ার প্রতিটি গ্রামে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, প্রতিটি মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং যাতায়াত ব্যবস্থাকে আধুনিক করা।❞
এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি বড় মাওলানা সাহেব ও শাহ সাহেবের কবর জিয়ারত করেন এবং ইউনিয়নের কয়েকটি মন্দিরও পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, রাশেদুল ইসলাম তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।
ডাঃ রেজাউল করিম বলেন, ❝যুব সমাজকে কর্মশক্তিতে পরিণত করতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা জরুরি। যুবকদের দক্ষতা না বাড়াতে পারলে বেকারত্ব বাড়বে, আর তারা ভুল পথে ঝুঁকে পড়ার আশঙ্কা রয়েছে। তাই পুরো রাঙ্গুনিয়ার তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করাও আমাদের মূল লক্ষ্য।❞
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩