মাসুম বিল্লাহ, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বাউফলের প্রধান সড়কে চলাচলকারী অবৈধ ট্রলি সিএনজি মটর সাইকেল ও বেটারী চালিত অটোরিকশা চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টার সময় বাউফল থানার সামনে ভ্রাম্যমান আদালত বসিয়ে সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু এ জরিমানা করেন।
ওই সময় ৯জন গাড়ী চালকে ২৭হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১মাস করে জেল প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলু বলেন, বেপরোয়া যান চলাচলে প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটেছে। বাউফলের শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে এ অভিযান ভবিষ্যতে ও চলমান থাকবে। এছাড়া আইন অমান্য করে সড়কে পার্কিংরত গাড়ী চালকদের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।