বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চুনারুঘাটে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় জামায়াতের গণসংযোগে জনসাধারণের ব্যাপক সাড়া শ্রীপুরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী এনামুল হক মোল্লা গ্রেফতার ঠাকুরগাঁওয়ে বিস্কুট খেয়ে ৫ স্কুলছাত্রী অসুস্থ জামালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাউফলে ৯ জন গাড়ী চালককে জেল জরিমানা ৩ দফা দাবি বাস্তবায়নের কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান প্রাথমিকে সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে জবিতে প্রতিবাদ কর্মসূচি বাউফলে ট্রলি সহ বিভিন্ন যানবাহনকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাংশায় পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য স্বামীর ওপর অভিমানে স্ত্রীর আত্মহত্যা চারঘাটে দুটি ডালের গুদাম মালিকের ২ লক্ষ টাকা জরিমানা, ৪৭২ বস্তা মুগডাল জব্দ। হাটহাজারীতে শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের বিনামূল্যে সেবা কার্যক্রম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চারঘাট উপজেলা ছাত্রদলের পোস্টারিং কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি ঝিনাইগাতী উপজেলায় উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কুয়েটে বহুল প্রত্যাশিত সুইমিং পুলের আনুষ্ঠানিক উদ্বোধন জামালপুরে অপহরণ ও ধ*র্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্রগঠনে ৩১ দফা কর্মসূচি” জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে সাপ্তাহিক হাটে আগত সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থী দীপেন দেওয়ান।

প্রধান অতিথি দীপেন দেওয়ান বলেন, “বিএনপি সরকার পুনর্গঠিত হলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। রাঙামাটির মানুষ যদি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে, তাহলে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “গত ফ্যাসিস্ট সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের নামে শুধুই দুর্নীতি ও লুটপাট হয়েছে। পাহাড়ের মানুষ বঞ্চিত থেকেছে মৌলিক অধিকার থেকে। বিএনপি সরকার ক্ষমতায় এলে এই অবহেলিত অঞ্চলের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে।”

নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম মোস্তফা, সহ-দপ্তর সম্পাদক নাসির খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাদের, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, রাঙ্গামাটি সাইবার দলের সভাপতি বিনয় কান্তি চাকমা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাসার আজম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. কবির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী।

বক্তারা বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে অন্যায়, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক কাঠামো ভেঙে পড়েছে। জনগণের অধিকার ও গণতন্ত্র আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি নতুন দিকনির্দেশনা, যা জনগণের ক্ষমতায়নের পথ উন্মুক্ত করবে।”

লিফলেট বিতরণ কর্মসূচিকে ঘিরে ঘিলাছড়ি বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় জনগণ আগ্রহের সঙ্গে তারেক রহমানের ৩১ দফার বিষয়বস্তু শুনে ও লিফলেট গ্রহণ করে।
কর্মসূচি শেষে দীপেন দেওয়ান সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় দোকানপাট ও হাটের ব্যবসায়ীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩