চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে দুইটি ডালের গুদামে বুধবার( ৫ নভেম্বর) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা কালে ডালে ক্ষতিকর রং মিশ্রিত ও ছত্রাক পোকা আক্রান্ত মুগডাল সংরক্ষণের অপরাধে দুই গুদাম মালিককে ১ (এক) লক্ষ করে মোট ২ (দুই) লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মোট ৪৭২ (চারশত বাহাত্তর) বস্তা ডাল জব্দ করা হয়। নিরাপদ খাদ্য অফিসার, রাজশাহী এতে প্রসিকিউশন প্রদান করেন।
উপজেলার হলিদাগাছি এলাকায় পারভেজ ডাল এন্ড সর্টিং মিল মালিক বাবর আলীকে ১ লক্ষ টাকা ও মেসার্স মামা-ভাগ্নে এন্টারপ্রাইজ এর মালিক নাসির উদ্দিনকে ১ লক্ষ টাকা করে সর্ব মোট দুই লক্ষ টাকা জরিমানা করেন।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে। এবং ভবিষ্যতের এমন কর্মকান্ড করলে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে যানান ভ্রাম্যমান আদালত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।