চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিগুলো সফল ও সার্থক করার নির্দেশনা দিয়েছেন।
কর্মসূচি অনুযায়ী, ৫ নভেম্বর (বুধবার) রাজশাহীর চারঘাট উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার প্রতিটি কলেজে পোষ্টার সাঁটানো কর্মসূচি পালন করা হয়।
চারঘাট উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ শিমুল সরকার জানায় তাদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা শাখার ছত্রদলের সদস্য সচিব শাহিন আলম, রকি, যুগ্ম আহ্বায়ক পল্টি, সদস্য শিমুল সরকার, হামিদুর, চারঘাট পৌরসভা ছাত্রদলের সদস্য রনক, নিমপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি সুজন সহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।