আরিফ হোসেন, ঝিনাইগাতী প্রতিনিধি:
গারো পাহাড়ের পাদদেশে যেখানে সন্ধা নেমে আসলেই শুনা যায় বন্য হাতির গর্জন, সেই ঝিনাইগাতীর সীমান্তবর্তী রাংটিয়াতে বর্ণিল নাইট ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন।
দেখে মনে হতে পারে কোন আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। কিন্তু না, মাঠটি তৈরি করা হয়েছে ঝিনাইগাতীর রংটিয়ার নাইট টুর্নামেন্টের জন্য। তীব্র প্রতিদ্বন্দ্বিতা, দর্শকদের উল্লাস আর রাতের আলো ঝলমলে পরিবেশে এই আয়োজন পুরো গ্রামকে এক উৎসবের আমেজ এনে দেবে বলে আশা করছেন ঝিনাইগাতীর সকল মানুষ। টুর্নামেন্টটি শুরুর সময় উপস্থিত থাকবেন ঝিনাইগাতী উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সফল আয়োজন প্রমাণ করে, গ্রামের সাধারণ মাঠও হতে পারে সুস্থ বিনোদনের এক প্রাণবন্ত কেন্দ্র।