মোহাম্মদ রাসেল, হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় খাদ্যবান্ধব (এফএফপি) কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া মামলায় অন্যতম আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোজ বুধবার (০৫ নভেম্বর) দুপুর ৩ ঘটিকায ইটনা উপজেলা সামনে থেকে ইটনা থানার পুলিশ অফিসার এস আই আনিছুর রহমানের নেতৃত্বে গ্রেফতার করেন তাকে।
গত ১৭ সেপ্টেম্বর উপজেলার মৃগা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকার নির্ধারিত দামের চাল অন্যত্র পাচারের সময় ট্রলারসহ ৭২ বস্তা চাল জব্দ করা হয়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হলে দেলোয়ার পলাতক ছিলেন।
অবশেষে দীর্ঘ অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার পুলিশ অফিসার এস আই আনিছুর রহমান।
উল্লেখ্য, দেলোয়ার হোসেন স্থানীয়ভাবে বিএনপি যুবদলের যুগ্ম আহবায়ক নেতা হিসেবে পরিচিত।