মো: ফাহিম সরকার, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের ৬৫ বছর বয়সী মো. তায়েব উদ্দীন — পেশায় একজন কৃষক, কিন্তু মননে তিনি সুরের মানুষ। দিনের পর দিন মাঠে ঘাম ঝরানো এই কৃষক ক্লান্ত শরীর নিয়ে যখন জমির পাশের পুরোনো পাকড় গাছের নিচে বসেন, তখন হাতে তুলে নেন দোতারা। আর সেই সুরে যেন বদলে যায় আশপাশের পুরো পরিবেশ— মুগ্ধ হয় গ্রামের মানুষ।
জীবনের দীর্ঘ সময় মাটির সঙ্গে লড়ে যাওয়া এই কৃষক আর্থিকভাবে দুর্বল। দুই মেয়ে ও পরিবার নিয়ে কষ্টের মধ্যেই তার জীবনযাপন। তবুও তার প্রাণচাঞ্চল্য ও সুরের টান আজও অটুট।
গ্রামের তরুণ প্রতিবেশী মো. মুরাদ হোসেন একদিন তায়েব উদ্দীনের দোতারার সুর মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এখন সেই তরুণের ফেসবুক পেজে প্রায় ৯৫ হাজার ফলোয়ার, আর তায়েব উদ্দীনের গানের ভিডিও থেকেই তিনি ২–৩ বার ফেসবুক থেকে পেমেন্টও পেয়েছেন।
তবে তায়েব উদ্দীনের নিজের প্রাপ্তি বলতে শুধুই মানুষের ভালোবাসা আর করতালি। কোনো আর্থিক স্বীকৃতি না পেলেও তিনি থামেননি। সুর আর মাটির গন্ধে ভরা এই কৃষক আজও জীবনের সঙ্গী করে রেখেছেন তার দোতারাকে— যেখানেই যান, তার সঙ্গে বাজে মাটির মানুষের গান।