মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর-১ (শিবচর) আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলীয় মনোনীতদের নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নাম ছিল।
তবে “অনিবার্য কারণবশত” তার মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে মনোনয়ন স্থগিতের প্রতিবাদে আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শিবচর পৌর এলাকার ৭১ সড়কে বিক্ষোভ সমাবেশ করছে কামাল জামান নুরুদ্দিন মোল্লার সমর্থকরা। বিক্ষোভকারীরা ‘নোমিনেশন ফিরিয়ে দাও’ দাবিতে স্লোগান দেন এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ মোতায়েন রয়েছে।