প্রণয় জ্যোতি দেওয়ান, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
মঙ্গলবার (৪ নভেম্বর) বিলাইছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মামুনুল হক। শিক্ষার মান উন্নয়নে সরকারি উদ্যোগের অংশ হিসেবে তাঁর এই পরিদর্শন।
সকালে ইউএনও মহোদয় একে একে জান্দি মোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বল্লালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাংখোয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সরাসরি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের পড়ার মান যাচাই করেন এবং তাদের সাথে কথা বলেন।
বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার তাঁর অফিসে উপজেলার প্রধান শিক্ষকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং এরপর একটি গুরুত্বপূর্ণ মা সমাবেশে যোগ দেন।
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি ইউ আর সি ইন্সট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন, বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, শিক্ষা অফিসের উচ্চমান সহকারী ও কাম হিসাব রক্ষক সিয়ামা পাংখোয়া এবং হিসাব সহকারী সসীম দাশ প্রমূখ।