শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর দুইটি আসনে বিএনপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
ঘোষণায় জানা গেছে, নীলফামারী-২ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন এ এইচ এম সাইফুল্লাহ রুবেল। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
দলীয় সূত্রে জানা যায়, বাকি দুই আসন — নীলফামারী-১ ও ৩ — এখনো চূড়ান্ত হয়নি। তবে অচিরেই সেখানে প্রার্থীদের নাম ঘোষণার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, ঘোষিত প্রার্থীদের পক্ষে তৃণমূলের সমর্থন ইতোমধ্যেই শক্ত ভিত্তি গড়ে তুলেছে, যা নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা তৈরি করেছে।