আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বাধাদান ও হুমকির অভিযোগে গঠিত তদন্ত কমিটিসহ সকল কমিটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বরাবর তিনি এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন।
আবেদনে অধ্যাপক হাবিব-উল-মাওলা ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে সকল তদন্ত কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে তাঁর সম্মতি ছাড়া যেন তাঁকে কোনো তদন্ত বা অন্য কোনো কমিটিতে অন্তর্ভুক্ত না করা হয়।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এ পর্যন্ত বিভিন্ন তদন্ত কমিটিতে দায়িত্ব পালন করেছেন এবং প্রশাসন তার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য তিনি কৃতজ্ঞ। তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত ব্যস্ততার কারণে এসব দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয়।
এছাড়াও তিনি জানান, বর্তমানে তাঁর কাছে কোনো তদন্ত কমিটির নথি বা দায়িত্ব নেই এবং সংশ্লিষ্ট সদস্য–সচিবদের কাছে সকল নথি যথাযথভাবে হস্তান্তর করা হয়েছে।