মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি-২৯৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রচারণা কার্যক্রম তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দিন দিন বেগবান হচ্ছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ–কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।
তিনি বক্তৃতায় বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি একটি জনগণমুখী নীলনকশা। এর মাধ্যমে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা সম্ভব। আমরা দীপেন দেওয়ানকে জয়যুক্ত করতে পারলে রাঙামাটি ২৯৯ আসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারব।”
তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের উত্তরণে এই কর্মসূচিই একমাত্র সমাধান। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা রাঙামাটিতে জয় নিশ্চিত করবে। আসন্ন নির্বাচনে জনগণ আমাদের পরিকল্পনা ও নীতিকে সমর্থন করবে ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।
সভার সভাপতিত্ব করেন, বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা।
আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি কাজী মোস্তফা ও শাজাহান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন, পৌর তাতীদলের সভাপতি খিজির আহাম্মদ, রাঙামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য নাহিদুল আলম এবং উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক। জনগণ দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি ও প্রশাসনিক অব্যবস্থার সমস্যার মুখোমুখি। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি। কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা ও স্বাস্থ্যসহ অন্যান্য জনকল্যাণমূলক খাতের উন্নয়ন সম্ভব হবে।
এছাড়া বক্তারা উল্লেখ করেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটির গণমানুষের কণ্ঠস্বর। তার নেতৃত্বে পাহাড়ি ও বাঙালির ঐক্য আরও সুদৃঢ় হবে, যা বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে।
প্রচারণা চলাকালীন সময়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বাজার ও জনবহুল এলাকায় সাধারণ জনগণের হাতে হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, বিএনপির রাষ্ট্রগঠন পরিকল্পনা এবং ভোটের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জানান, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। জনগণের প্রত্যাশা ও সমর্থন পেলে রাঙামাটি-২৯৯ আসনে আমাদের জয় নিশ্চিত হবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩