মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার, ৪ নভেম্বর ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আজিজুল হক আজিজ।
গতকাল (সোমবার) বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এই ঘোষণার পর স্থানীয় অঙ্গ সংগঠনের নেতারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।
যুবদল নেতা আজিজুল হক আজিজ বিবৃতিতে বলেন, “আমাদের প্রিয় নেতা, কক্সবাজার সদর-রামু ও ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজল ভাইকে এই আসনে প্রার্থীতা দেওয়ায় আমি দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর বাংলাদেশের ভবিষ্যত দেশনায়ক তারেক রহমানকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”
তিনি আরও বলেন, তারেক রহমানের এই সময়োপযোগী সিদ্ধান্ত স্থানীয় যুবসমাজকে উজ্জীব
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩