শামিম ওসমান, গোয়ালন্দ প্রতিনিধিঃ
গোয়ালন্দে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা -বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে অকালেই ঝরে গেল তরুণী সুমাইয়ার (১৮) জীবন।
সোমবার (৩ নভেম্বর) বিকেল চারটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার জমিদার ব্রিজ সংলগ্ন ঢাকা–খুলনা মহাসড়কে ঘটে এ মর্মান্তিক ঘটনাটি।
চোখে-মুখে ছিল আনন্দের ছোঁয়া, ঘুরতে বেরিয়েছিলো তারা দুজন— সুমাইয়া ও তার বন্ধু সজিব প্রামাণিক। কিন্তু আনন্দের মুহূর্তেই ঘটে যায় অঘটন। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় হঠাৎ সুমাইয়ার ওড়না পেছনের চাকায় পেঁচিয়ে যায়। এক মুহূর্তেই ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে সে। মাথায় আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে অচেতন অবস্থায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, কিন্তু শেষ পর্যন্ত ফিরিয়ে আনা যায়নি সেই তরুণ প্রাণটিকে। অতিরিক্ত রক্তক্ষরণে নিভে যায় সুমাইয়ার জীবনের আলো।
ঘটনার পর সজিব প্রামাণিককে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আটক করেছে পুলিশ। তবে সজিবের পরিবার বলছেন— এটা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা, যার দায় পুরোপুরি কারও একার নয়। মুহূর্তের অসতর্কতাই কেড়ে নিয়েছে এক নিরীহ প্রাণ।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, মামলার পর দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আসামিকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
একটি অসাবধান মুহূর্তের এই মৃত্যু গোয়ালন্দবাসীর হৃদয়ে রেখে গেলো গভীর শোকের ছায়া। সবাই বলছে—
যদি একটু সাবধানতা থাকত, হয়তো সুমাইয়া আজও বেঁচে থাকত।