মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-০৩ আসনে দলের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আসাদুল্লাহ হাবিব দুলুকে ।
দলের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতৃত্বের গভীর মূল্যায়ন, তৃণমূল নেতাকর্মীদের মতামত এবং দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা বিবেচনা করেই আসাদুল হাবিব দুলুকে এবার এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিএনপির তৃণমূল থেকে উঠে আসা একজন পরীক্ষিত নেতা। তিনি লালমনিরহাট বিএনপির নেতৃত্বে থাকাকালীন সময়ে দলের সংগঠনকে সুসংহত ও গতিশীল করে তুলেছিলেন। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে তিনি সবসময় সামনের সারিতে ছিলেন।
মনোনয়নের খবর পেয়ে স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এলাকাজুড়ে চলছে আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়। নির্বাচনী মাঠে ইতোমধ্যেই দুলুর নেতৃত্বে কার্যকর প্রস্তুতি শুরু হয়েছে।
এ সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “এটা শুধু আমার জন্য নয়, লালমনিরহাট-০৩ আসনের ত্যাগী নেতাকর্মীদের প্রাপ্য স্বীকৃতি। ইনশাআল্লাহ, জনগণের ভোটে আমরা এই আসনটি পুনরুদ্ধার করব।”
দলের সূত্রে জানা যায়, আগামী কয়েক দিনের মধ্যেই কেন্দ্রীয়ভাবে বিএনপির সব প্রার্থীর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩