আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন— ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বগুড়া-৬ আসনে।এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মায়ের ডাকের সানজিদা তুলি।
ময়মনসিংহ জেলার বিএনপি সমর্থিত প্রার্থীরা:
ময়মনসিংহ-১ : ইমরান সালেহ প্রিন্স
ময়মনসিংহ-২ : মোতাহার হোসেন তালুকদার
ময়মনসিংহ-৩ : ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন
ময়মনসিংহ-৫ : জাকির হোসেন বাবলু
ময়মনসিংহ-৬ : আকতারুল আলম
ময়মনসিংহ-৭ : ডা. মাহবুবুর রহমান লিটন
ময়মনসিংহ-৮ : মাজেদ বাবু
ময়মনসিংহ-৯ : ইয়াসের খান চৌধুরী
ময়মনসিংহ-১১ : ফখরুদ্দিন বাচ্চু
উল্লেখ্য, ময়মনসিংহ-৪ ও ময়মনসিংহ-১০ আসনের প্রার্থীদের নাম এখনো ঘোষণা করা হয়নি। এই দুই আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে জানা গেছে।