মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১১৩, কলাপাড়া উপজেলা ও রাঙ্গাবালী উপজেলা নিয়ে গঠিত (পটুয়াখালী - ৪) থেকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন দক্ষিণবঙ্গের জনপ্রিয় নেতা, বিএনপি'র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
কেন্দ্রীয়ভাবে এ মনোনয়ন ঘোষনার পর দক্ষিণাঞ্চলের সাগর ও চরাঞ্চল বেষ্টিত গণমানুষের মাঝে ব্যপক আনন্দ ও উৎসাহের বন্যা বয়ে যায়। জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য এ আসনটি অতি গুরুত্বপূর্ণ। এ আসনে দুইটি উপজেলা, দুইটি পৌরসভা, একটি থানা নিয়ে গঠিত। এছাড়া এ অঞ্চলে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকত, পর্যটন কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর এবং বিশাল জলরাশি বেষ্টিত চরাঞ্চল।
কেন্দ্রীয় ঘোষনার পর থেকেই দলীয় কার্যালয় গুলোতে এবং হাট-বাজারে আলোচনা ও আনন্দের ঝর বইছে। কেউ কেউ আবার মিষ্টি মুখ করছে। নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাসের সাথে তারেক রহমান ও এবিএম মোশাররফ হোসেনের ছবি পোষ্ট করে সন্তুষ্টি প্রকাশ করছে। দলীয় নেতা কর্মীরা জানান, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটের মাধ্যমে এবিএম মোশাররফ হোসেন কে বিজয়ী করে সংসদ সদস্য নির্বাচিত করে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করব।