মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন (কালিগঞ্জ উপজেলা ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড) থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন গাজীপুর জেলা আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষিত তালিকায় গাজীপুর-৫ আসনের প্রার্থী হিসেবে এ কে এম ফজলুল হক মিলনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
মনোনয়ন পাওয়ার পর নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে মিলন লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই, ইনশাআল্লাহ।” তিনি আরও জানান, মনোনয়ন পাওয়ায় আনন্দ প্রকাশ স্বাভাবিক হলেও, তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কোনো ধরনের আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকতে।
এ কে এম ফজলুল হক মিলন দীর্ঘদিন ধরে গাজীপুরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং জেলা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বলে জানা গেছে।