মো: ফাহিম সরকার, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন মনোনয়ন পাওয়ায় বিরামপুরে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।
এ উপলক্ষে সোমবার রাত ৯ টায় বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।
এ সময় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দিনাজপুর-৬ আসনে প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ইনশাআল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের জয় হবে।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।