মোঃ রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের ২৩৭টি আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের নাম প্রকাশের আগে একাধিক ধাপে যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। তবে পরবর্তীতে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রয়োজনীয় সমন্বয় করতে পারে বলেও জানানো হয়।
ঘোষিত তালিকায় কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
কুড়িগ্রাম-১: সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।
কুড়িগ্রাম-২: জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
কুড়িগ্রাম-৩: বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভির-উল-ইসলাম।
কুড়িগ্রাম-৪: রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“আজ ২৩৭টি আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছি। পরবর্তী সময়ে আমাদের সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে কিছু আসনে পরিবর্তন আসতে পারে। তবে আজকের তালিকাটিই আমাদের সম্ভাব্য ও উপযুক্ত প্রার্থী তালিকা।”