মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
মোহাম্মদ রাসেল, হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন , প্রবীণ আইনজীবী ও জননেতা এডভোকেট ফজলুর রহমান।
কিশোরগঞ্জের ইটনা উপজেলার নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আনন্দ বিরাজ করছেন।
সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নির্দেশে মনোনয়ন পত্র ঘোষণা করেন।ঘোষণা পত্র পাওয়ার পরে হাওরের তিন উপজেলায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করে। আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেন নেতা কর্মীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইটনা উপজেলার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ঠাকুর (স্বপন) বলেন, এডভোকেট ফজলুর রহমান মনোনয়ন পাওয়ায় আল্লাহ কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন এডভোকেট ফজলুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও জনদরদী নেতা হিসেবে হাওরবাসীর কাছে পরিচিত।নেতাকর্মীদের প্রত্যাশা, অভিজ্ঞ ও পরিপক্ব এই নেতার হাত ধরেই হাওরাঞ্চলে উন্নয়ন আসবে ইনশাআল্লাহ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩