মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে এডভোকেট দীপেন দেওয়ান মনোনীত হয়েছেন। প্রার্থী ঘোষণার পর থেকেই রাঙামাটির পাহাড়ি-বাঙালি সাধারণ জনগণের মাঝে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, দিপেন দেওয়ান একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন ধরে রাঙামাটির মানুষের পাশে কাজ করে আসছেন। তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এক সাক্ষাৎকারে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “রাঙামাটি একটি শান্তি ও সম্প্রীতির জেলা। আমি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং ভাইস -চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।”
তিনি আরও বলেন, রাঙামাটির জনগণ পরিবর্তন চায়, তারা গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করবে বলে তিনি দৃঢ় আশাবাদী।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩