মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের পূবাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে খালাতো বোনের সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে তথ্য আন্তনী কোড়াইয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার তালটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পূবাইল থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আন্তনী কোড়াইয়া ভুক্তভোগী নারীর খালাতো বোনের স্বামী। তিনি বিবাহিত ও সন্তানের জননী হলেও দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখতেন। একপর্যায়ে আবেগের সুযোগ নিয়ে আন্তনী বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে তাকে নিয়ে ঘোরাফেরা করতেন।
বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর সংসারে কলহ সৃষ্টি হয়। পরে আন্তনী তাকে স্বামী ও সন্তান ছেড়ে নিজের সঙ্গে থাকার প্রস্তাব দেন এবং দ্রুত বিয়ের প্রতিশ্রুতি দেন।
গত ১২ আগস্ট বিকাল সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী নারী পাঁচদোনা এলাকায় আন্তনীর সঙ্গে দেখা করতে গেলে, তিনি মোটরসাইকেলে করে তাকে পূবাইল থানার সাতপোয়া এলাকার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একটি বাসা ভাড়া নেন।
পরবর্তীতে ১২ আগস্ট থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে আন্তনী উক্ত বাসায় ভুক্তভোগীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরে বিয়ের জন্য চাপ দিলে আন্তনী তা অস্বীকার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এসআই নাসির উদ্দিন ও এসআই নাজমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে আন্তনীকে গ্রেপ্তার করা হয়।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, “প্রাথমিক তদন্তে আন্তনী ঘটনার সঙ্গে জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩