আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের “অরিয়েন্টেশন ২.০” ও “ইম্পর্ট্যান্স অব মেন্টাল হেলথ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে নবীন সদস্যদের বরণ করে নিয়ে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে মানসিক চাপ, বিষণ্নতা মোকাবিলা, পরিমিত ঘুমের প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক (সাইকোলজিস্ট) আদিবা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের প্রধান উপদেষ্টা ড. জিল্লুর রহমান পল, ক্লাব উপদেষ্টা মাহমুদা শিকদার ও মো. আব্দুল করিম।
আয়োজন সম্পর্কে মিডিয়া এন্ড কমিউনিকেশন ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তুষার বলেন, “আজকের অরিয়েন্টেশন ২.০ ও সেমিনার অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন সদস্যদের আগমন আমাদের পরিবারকে আরও বৃহৎ ও প্রাণবন্ত করেছে। আমি বিশ্বাস করি, এই তরুণ মুখগুলোই আগামী দিনের নেতৃত্ব দেবে। আমি ক্লাবের পক্ষ থেকে সকল নবীন সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আগামীর প্রতিটি কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করি।”
ক্লাবের সভাপতি মাসুম মিয়া বলেন, “অরিয়েন্টেশন ও সেমিনার দুই পর্বেই আমরা চেষ্টা করেছি নতুনদের ক্লাবের মূল ভাবনা ও কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে। মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা তাদের ব্যক্তিগত ও একাডেমিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। সবাইকে সঙ্গে নিয়ে এমসিসি ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই।”
ক্লাবের প্রধান উপদেষ্টা ড. জিল্লুর রহমান পল বলেন, “আজ এমসিসি ক্লাবের জন্য একটি স্মরণীয় দিন। ক্লাবটি এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়ছে। নবীনদের অংশগ্রহণে ক্লাব আরও প্রাণবন্ত হচ্ছে। সুচারুভাবে এত বড় আয়োজন সম্পন্ন করার মাধ্যমে সদস্যরা তাদের ব্যবস্থাপনা ও ইভেন্ট ম্যানেজমেন্ট দক্ষতার উৎকৃষ্ট পরিচয় দিয়েছে। সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।”
উল্লেখ্য, অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পূর্বের পাবলিক স্পিকিং প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কার তুলে দেওয়া হয়।