সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা বদ্ধপরিকর। এই অঙ্গীকারের অংশ হিসেবে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং র্যাব ১৫ এর যৌথ টহল দল এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা সূত্রে জানা যায় যে, মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার করে টেকনাফ পৌরসভার ০৮ নং ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় মোঃ শাকের এর বসত বাড়িতে লুকিয়ে রেখেছে। মাদক উদ্ধার ও অপরাধীদের ধরতে টেকনাফ ব্যাটালিয়ন ও র্যাবের একটি যৌথ অভিযানের পরিকল্পনা করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, আজ ০১ নভেম্বর ২০২৫ তারিখ ১০৩০ ঘটিকায় ২ বিজিবি ও র্যাব-১৫ সিপিসি-০১ এর একাধিক টহল দলের সদস্যরা সমন্বিতভাবে বড় হাবিরপাড়া এলাকায় মাদক কারবারীর বাড়ী ও পার্শ্ববর্তী এলাকা ঘিরে রেখে দীর্ঘ সাত ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেন। এ সময়, ব্যাপক তল্লাশী চালিয়ে মোঃ শাকের এর বসতবাড়ির দক্ষিণ কোনে সুপারি বাগান সংলগ্ন টয়লেটের ভিতরে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোঃ শাকের এবং আরো একজন মাদকপাচারকারীকে ঘটনাস্থল হতে আটক করা হয়। অভিযান চলাকালে এলাকায় বিজিবি ও র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের ২/৩ জন পাচারকারী পালিয়ে যায়। তবে, চক্রের পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য পাচারের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে। তারা আরো জানায় মায়ানমারে অবস্থানরত মাদক সরবরাহকারীদের কাছ থেকে বিভিন্ন সময় মাদকদ্রব্য সংগ্রহ করে বাংলাদেশে পাচার করতো। অভিযানে আটক আসামিদেরকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ স্থানীয় থানায় সোপর্দ ও মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপ, মোঃ শাকের (৪০), পিতা-আব্দুল মোনাফ, গ্রাম-বড় হাবিবপাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। মোঃ জাকির (৩৫), পিতা-গুরা মিয়া, গ্রাম-নাজিরপাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
জব্দকৃত আলামত, ইয়াবা ট্যাবলেট – ২০,০০০ পিস, মোবাইল ফেন – ০২টি।
ধারাবাহিকভাবে মাদক চোরাচালান দমনে পরিচালিত অভিযান নিয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান “আজকে বিজিবি ও র্যাব এর যৌথ অভিযানে অর্জিত সফলতা আবারও প্রমাণ করলো যে, মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোন আপস নয়। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে ২ বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩