সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবি ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের কেন্দ্রীয় সমন্বিত কমিটি গঠন বিরামপুরে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত, কৃষকের দুশ্চিন্তা টেকনাফে বিজিবি–র‍‍্যাবের অভিযানে ইয়াবা জব্দ, পাচারকারী আটক আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেফতার ১ সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার সময় হরিণের ফাঁদসহ আটক ৭ ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম” বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন বাউফল সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ায় কৃষকের দুশ্চিন্তা পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান কুমিল্লা বিভাগসহ ১০ দফা দাবিতে ঢাকাস্থ মুরাদনগর সমিতির মানববন্ধন সড়ক দুর্ঘটনায় বেকারি শ্রমিক নিহত মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি রেনু পাঠান গ্রেপ্তার

টেকনাফে বিজিবি–র‍‍্যাবের অভিযানে ইয়াবা জব্দ, পাচারকারী আটক

সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা বদ্ধপরিকর। এই অঙ্গীকারের অংশ হিসেবে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং র‍‍্যাব ১৫ এর যৌথ টহল দল এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করেছে।

গোয়েন্দা সূত্রে জানা যায় যে, মায়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচার করে টেকনাফ পৌরসভার ০৮ নং ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় মোঃ শাকের এর বসত বাড়িতে লুকিয়ে রেখেছে। মাদক উদ্ধার ও অপরাধীদের ধরতে টেকনাফ ব্যাটালিয়ন ও র‍‍্যাবের একটি যৌথ অভিযানের পরিকল্পনা করা হয়।

পরিকল্পনা অনুযায়ী, আজ ০১ নভেম্বর ২০২৫ তারিখ ১০৩০ ঘটিকায় ২ বিজিবি ও র‍‍্যাব-১৫ সিপিসি-০১ এর একাধিক টহল দলের সদস্যরা সমন্বিতভাবে বড় হাবিরপাড়া এলাকায় মাদক কারবারীর বাড়ী ও পার্শ্ববর্তী এলাকা ঘিরে রেখে দীর্ঘ সাত ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করেন। এ সময়, ব্যাপক তল্লাশী চালিয়ে মোঃ শাকের এর বসতবাড়ির দক্ষিণ কোনে সুপারি বাগান সংলগ্ন টয়লেটের ভিতরে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোঃ শাকের এবং আরো একজন মাদকপাচারকারীকে ঘটনাস্থল হতে আটক করা হয়। অভিযান চলাকালে এলাকায় বিজিবি ও র‍‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক চক্রের ২/৩ জন পাচারকারী পালিয়ে যায়। তবে, চক্রের পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য পাচারের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে। তারা আরো জানায় মায়ানমারে অবস্থানরত মাদক সরবরাহকারীদের কাছ থেকে বিভিন্ন সময় মাদকদ্রব্য সংগ্রহ করে বাংলাদেশে পাচার করতো। অভিযানে আটক আসামিদেরকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ স্থানীয় থানায় সোপর্দ ও মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপ, মোঃ শাকের (৪০), পিতা-আব্দুল মোনাফ, গ্রাম-বড় হাবিবপাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। মোঃ জাকির (৩৫), পিতা-গুরা মিয়া, গ্রাম-নাজিরপাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

জব্দকৃত আলামত, ইয়াবা ট্যাবলেট – ২০,০০০ পিস, মোবাইল ফেন – ০২টি।

ধারাবাহিকভাবে মাদক চোরাচালান দমনে পরিচালিত অভিযান নিয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান “আজকে বিজিবি ও র‍‍্যাব এর যৌথ অভিযানে অর্জিত সফলতা আবারও প্রমাণ করলো যে, মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোন আপস নয়। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে ২ বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩