মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে দিনেশ শর্মা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার চিলারং ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিনেশ শর্মা ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকার নাপিতপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
স্থানীয়সুত্রে জানা,পার্বতীপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটি চিলারং এলাকায় পৌঁছালে দিনেশ শর্মা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা— তা নিশ্চিত করে বলতে পারেননি কেউ।
পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠায়।