সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন
শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটি পাগলাটারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. ওবায়দুল হক (৩৩) নামে এক জুয়া চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়ার আসর থেকে ওবায়দুল হককে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়ার সরঞ্জামও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারকৃত ওবায়দুল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩