সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
জাটকা শিকারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। ১লা নভেম্বর রাত আনুমানিক ৯টায় এক অভিযানে কুয়াকাটায় বিপুল পরিমাণ ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। অবৈধভাবে জাটকা ধরার অপরাধে দোষীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মানবিক উদ্যোগ ও ধন্যবাদ জ্ঞাপন জব্দকৃত মাছগুলো নষ্ট না করে তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগটি সর্বমহলে প্রশংসিত হয়েছে।
অভিযান সফলভাবে পরিচালনার জন্য কুয়াকাটা নৌ পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া, দোষীদের আইনের আওতায় আনতে সক্রিয় ভূমিকা রাখার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদিক স্যারকে।
টেকসই সমাধানে সচেতনতা বৃদ্ধি প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার এই সক্রিয় ভূমিকা প্রমাণ করে যে সরকার মৎস্য সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। তবে, টেকসই সমাধানের জন্য সবার সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। জাটকা শিকার বন্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বিশেষ বার্তা: জাটকা ধরলে খাবা আটকা!
মৎস্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩