সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
মোহাম্মদ সাইফুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি:
৩১ অক্টোবর শুক্রবার বিকেল ৪ ঘটিকা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলার আওতাধীন বাখরাবাদ বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৩ মুরাদনগর ইসলামি আন্দোলন বাংলাদেশ হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আন্দোলনের সভাপতি মাস্টার এম এম মফিজুল ইসলাম ,উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি শেখ সাইফুল ইসলাম , প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান,উপজেলা যুব সেক্রেটারী খাইরুল আহসান মারজান ,যুব প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন ছাত্র সহ সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ থানা ,ইউনিয়ন এর দায়িত্বশীল নেতৃবৃন্দ ।
জাতীয় নির্বাচনের আগে গণভোট জনআকাঙ্ক্ষার অন্যতম দাবীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় ভোটের কোন মানে হয় না। এটা দেওয়া না দেওয়ার সমান। এর কোন প্রয়োজনীয়তা নেই বলেই সচেতন মহল মনে করেন। যদি আগে জুলাই সনদের স্বীকৃতি না হয় তাহলে এই ভোটের কোন মূল্য থাকে না এবং গণঅভ্যুত্থানও মূল্যহীন হয়ে যায়। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে মানতে পারলে গণভোট আগে হবে এটা মানতে অসুবিধা কোথায়? তাহলে বোঝা যায় গণ ভোট নিয়ে দূরভিসন্ধি আছে।
শুক্রবার কুমিল্লা-৩ আসনের মুরাদনগর উপজেলার বাখরাবাদ বাজারে হাতপাখার প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এসব কথা বলেন।
এসময় মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরো বলেন, ‘জনগণ এবার ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। ইসলামী ও দেশপ্রেমিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বিজয় অবশ্যম্ভাবী।’
তিনি জানান, ইতোমধ্যে উপজেলার ২২টি ইউনিয়নের প্রায় সব এলাকাতেই হাতপাখার পক্ষে গণসংযোগ সম্পন্ন হয়েছে। গণসংযোগে বিপুল জনসমর্থন পেয়ে তিনি কৃতজ্ঞতা জানান স্থানীয় ভোটারদের প্রতি।
বাজারে উপস্থিত সাধারণ ভোটাররা জানান, ‘৫৪ বছরে আমরা তিনটি দলের শাসন দেখেছি—কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। এবার আমরা ইসলামের শাসন দেখতে চাই। তাই ইসলামী দলগুলোকেই ভোট দেব।’
স্থানীয়দের এমন প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান প্রার্থী আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ‘এই গণজোয়ারই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়—ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি চায়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩