রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে পটুয়াখালীর দুমকিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় কৃষক দলের নেতারা কৃষি অর্থনীতির পুনরুজ্জীবন ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া ও জেলা কৃষক দলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইভান, যিনি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
দুমকি উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ, সাবেক প্রচার সম্পাদক খালিদ রাফি, জনতা কলেজ ছাত্রদলের সহসভাপতি ঈসা শরীফ, আংগারিয়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী বিউটি বেগম, পাংগাশিয়া ইউনিয়ন সভানেত্রী কাজি সাহিনুর, শ্রীরামপুর আফরোজা আক্তার হিরা, মুরাদিয়া আসানুর পারভীন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের কৃষক সমাজ আজ অবহেলিত। তাদের ন্যায্য অধিকার আদায়ে কৃষক দলের প্রতিটি নেতা-কর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে। একইসঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি গণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় নেতারা পটুয়াখালী-১ (দুমকি, মির্জাগঞ্জ ও পটুয়াখালী সদর) আসনে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩