শাহারিয়াজ উদ্দিন চৌধুরী, কক্সবাজার সদর প্রতিনিধি:
মায়ানমারের আরাকান রাজ্যের সমুদ্রসীমা অতিক্রম করায় সাতজন বাংলাদেশি জেলে এবং একটি মাছ ধরার ট্রলার আটক করেছে আরাকান আর্মি।
টেকনাফের কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানিয়েছেন, টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের শাওন নামে এক ব্যক্তির মালিকানাধীন ট্রলারটি ঘাটে ফেরার পথে আটক হয়। ট্রলারে সাতজন জেলে ছিলেন।
মায়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে উপকূলীয় নিরাপত্তা জোরদার করা হয়। টহল চলাকালীন সময়ে বাংলাদেশের ট্রলারগুলো শনাক্ত হয়।
মংডু টাউনশিপের একরাজা গ্রামের কাছে প্রায় ২.১৪ কিলোমিটার পশ্চিমে ট্রলারটি আটক করা হয়। ওই ট্রলার থেকে তিনটি মাছ ধরার জাল এবং প্রায় ২৬০ কেজি মাছ জব্দ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আরাকান আর্মি ১৮৮ জন বাংলাদেশি জেলে এবং ৩০টি নৌকা বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে। বর্তমানে আটক জেলেরা স্থানীয় আইন অনুযায়ী বিচারাধীন রয়েছেন।