বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
আরাফাত হোসেন, (মাদারীপুর) প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক সাহেবরামপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।
আজ (২৯ অক্টোবর) বুধবার সকাল থেকে দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। পাশাপাশি ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষক ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও দাবি-দাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন।
গণসংযোগকালে মাওলানা আজিজুল হক বলেন, আমরা ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন এবং দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য।”
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সকলকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে দেশ ও সমাজ গঠনে অংশ নেওয়ার অনুরোধ করেন।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দসহ অসংখ্য কর্মী-সমর্থক তার সাথে উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন। এলাকাবাসীও আন্তরিকভাবে স্বাগত জানায় এবং নানাভাবে সমর্থন প্রকাশ করে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩