বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
আরিফুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে আলিবাদ গোলচত্তর থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে এক আলোচনা সভায় রূপ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, এবং সঞ্চালনায় ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আলী আজ্জম।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।
আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুল রহমান মঞ্জু, সাবেক পৌর মেয়র মাইন উদ্দিন মাইনু, জেলা বিএনপির সদস্য হাজি আবু সাঈদ ও হরযত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, রাজু খান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ,উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী তৌফিকুল ইসলাম তপু, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছামদানী হৃদয় প্রমুখ। আরো ছিলেন যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩