শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলার সৈয়দপুরে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইমরান আলী ওরফে কেড়া ইমরান (৩০)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার রসুলপুর এলাকার বাসিন্দা এবং মোঃ নুরুল হুদার ছেলে বলে জানা গেছে।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।