বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
মাহবুব হাসান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সুবিদপুরে কুখ্যাত মাদক সম্রাট ‘বাবা খলিল’-এর বিরুদ্ধে এলাকাবাসী ফুঁসে উঠেছেন।
বুধবার সকালে তালতলা বাজারে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সর্বস্তরের সচেতন নাগরিকরা অংশ নেন।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাবা খলিল’ বহু বছর ধরে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক ব্যবসা চালিয়ে আসছে। একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। এতে এলাকায় তরুণ প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী সরকারের প্রতি দাবি জানান, এই চিহ্নিত মাদক ব্যবসায়ী যেন আর কখনও আইনের ফাঁক গলে জামিনে মুক্ত হতে না পারে। তারা আরও বলেন, সুবিদপুরবাসী এখন ঐক্যবদ্ধ—‘বাবা খলিল’কে সমাজচ্যুত ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়—এই মাদক সম্রাটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে এলাকাকে মাদকমুক্ত করা হোক।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩