বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তায় পড়েছিল সিরাজুল মণ্ডল (২৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত সিরাজুল মণ্ডল উপজেলার কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে ।
নিহত সিরাজুল মণ্ডলের ভাই আজিজুল ও স্বজনরা জানান, সিরাজুল দীর্ঘদিন প্রবাসে থেকে সম্প্রতি দেশে এসেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর সিরাজুলকে কেউ একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সারারাত বাড়িতে আর ফেরেনি। পরদিন স্থানীয় মুসল্লীরা মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার উপর সিরাজুলের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩