শ্রী রাম বাবু বর্মন, কালাইয় প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় কালাই উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালাই বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
২০০৬ সালের ২৮ অক্টোবর খুনি হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে জামায়াত ও শিবিরের কর্মীদের ওপর সংঘটিত নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মোঃ মুনছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস. এম. রাশেদুল আলম সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর তাইফুল ইসলাম ফিতা, আব্দুর রউফ, উপজেলা সেক্রেটারি আব্দুল আলীম ও মোজাফর হোসেন।