বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধি:
রংপুরে মাকে শ্বাসরোধে হত্যা মামলায় ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামিল মিয়া রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ১৯ আগস্ট রাতে নিজের মাকে নৃশংসভাবে হত্যা করেন জামিল মিয়া।
স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর কাকলী খাতুন নামে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান। এ ঘটনার জন্য জামিল মিয়া নিজের মা জামিলা বেগমকেই দায়ী করেন এবং তার প্রতি ক্ষোভ জমতে থাকে। স্ত্রী চলে যাওয়ার পর মা-ছেলে একই ঘরে আলাদা খাটে থাকতেন।
ঘটনার রাতে রাত ১টার দিকে জামিল মিয়া দেখে তার মা গভীর ঘুমে আচ্ছন্ন। সুযোগ বুঝে সে বালিশ চেপে ধরে মায়ের নাক-মুখ বন্ধ করে শ্বাসরোধে হত্যা করে। এরপর হত্যার আলামত গোপন করতে বসতঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ সেখানে পুঁতে রাখে।
কয়েক দিন ধরে জামিলা বেগমকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা খোঁজ নিতে আসলে জামিল জানায়, তিনি জানেন না মা কোথায় গেছেন। তবে ২৪ আগস্ট জামিলের মামাতো বোন রেজিনা ঘরে প্রবেশ করে খোঁজাখুঁজি করতে গিয়ে খাটের নিচে উঁচু মাটি ও দুর্গন্ধ টের পান। পরে গ্রামবাসীর সহায়তায় মাটি খুঁড়ে দেখা যায়, সেখানেই লুকিয়ে রাখা হয়েছে জামিলা বেগমের মরদেহ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জামিলার ভাই মো. ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ (মঙ্গলবার) এই রায় ঘোষণা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩