জয়পুরহাট প্রতিনিধিঃ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বিশাল বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মুহাঃ হাসিবুল আলম লিটন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. মামুনুর রশিদ ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট-২ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী এস,এম রাশেদুল আলম সবুজ,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার হোসেন,শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা সাইদুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুনছুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জনগণের মাঝে দ্রুত জারি করতে হবে এবং আদেশের উপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫ দফা মেনে নিয়ে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।