শাওন বল, মাদারিপুরঃ
রাজধানীতে মেট্রোরেল প্রকল্পের দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের মা ও ছোট দুই সন্তানকে নিয়ে মর্গের সামনে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। মা-ছেলের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস।
নিহতের পরিবারের সদস্যদের জানানো হয়েছে, নিহত ব্যক্তির দুই সন্তান—একজনের বয়স মাত্র ৩ বছর, অন্যজনের ৪ বছর। এখনও তারা বুঝে উঠতে পারেনি তাদের বাবার চিরবিদায়ের অর্থ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—ফিরে এসেছেন নিথর দেহে। মর্গের সামনে অপেক্ষমাণ স্বজনদের আহাজারি দেখে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে—উন্নয়নের নামে প্রতিদিনের এই মৃত্যুগুলো কার দায়? কেউ লিখেছেন, “প্রিয়জন হারানোর বেদনা কতটা নির্মম, তা ভুক্তভোগীরাই জানে। আমরা ব্যস্ত কে কোন দলে, কে ভালো কে খারাপ—মানবিকতা যেন হারিয়ে যাচ্ছে রাজনীতির আড়ালে।”
দেশের অবকাঠামোগত উন্নয়নের পেছনে যে মানবিক ক্ষতি ঘটছে, তার দায় কার—এ প্রশ্ন এখন সকলের মুখে। বিশ্লেষকরা বলছেন, উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে।
মর্গের সামনে শোকার্ত মায়ের মুখে কেবল একটাই প্রশ্ন—“আমার ছেলেটাকে কেন নিতে হলো?”
এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি কারও কাছে।