সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় যৌথবাহিনির অভিযানে ইয়াবা, গাঁজা, হেরোইন, আইস, ১টি ছুরি ও নগদ প্রায় সাড়ে ৪লাখ টাকাসহ মো. হৃদয় মাদবর (২৩) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসা পরিচালনার খবর পেয়ে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হৃদয় মাদবরের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা, ৬০০ গ্রাম গাঁজা, ২৫ গ্রাম হেরোইন, ৩ পিস আইস, ৪টি মোবাইল, ১টি ছুরি এবং মাদক সেবনের সরঞ্জামাদিসহ মাদক বিক্রয়ের ৪ লাখ ৫৪ হাজার ২১৫ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।