মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মানব সেবা একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইয়াং স্টার ক্লাব।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ক্লাবটির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে চাল, আলু, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ক্লাবটির প্রধান উপদেষ্টা মোতাহার হোসেন মাহির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ এই সময় তিনি বলেন, আমি যদি নমিনেশন পাই আমারে ভোট দিবেন আমি যদি মনে করি আমি পাই নাই যেই কোন লোকই পাইছে সাবাই ঐক্যবদ্ধ ভাবে থাকবেন এবং তার এই ভোট দিবেন, আমি আছি দেইখা যে আমারে ভোট দিবেনা এটা কোন কথা না।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য শাহদাত হোসেন সরকার, হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, ইয়াং স্টার ক্লাবের সভাপতি মো. মিলন, সহসভাপতি অনিম আলী, সাধারণ সম্পাদক মো. মঞ্জুর আলী, সাংগঠনিক সম্পাদক লাবলু, আইনবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রাজু, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, মুন্সিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি-র সভাপতি হেলাল হাজী, সাধারণ সম্পাদক আবদুল রশিদ মুন্সি প্রমুখ।
ক্লাবের সদস্যরা জানান, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।