বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি বাউফলে ড. মাসুদের গণসংযোগ নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৯০ দিনে কুরআনের হাফেজ হলেন মাহদী রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু

মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক

সীমান্ত হাসান রাকিব, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ. ক. ম. মোজাম্মেল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ (গজারিয়া) আসনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে আমি এই ৩ আসনের জনগণের সেবা করতে চাই। তবে দল অন্য কাউকে প্রার্থী করলেও আমি তার হয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে মুন্সিগঞ্জকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা, নদীবেষ্টিত গজারিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া তাঁর অগ্রাধিকার হবে।

একই সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গণভোট প্রসঙ্গে দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন, বানোয়াট ও রাষ্ট্রবিরোধী বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, “এরা দেশের গণতন্ত্রের শত্রু এবং পাকিস্তানের দোসর। তারা কোনো দিনই এ দেশে গণতন্ত্র চায় না।”

এর আগে বেলা ১১টায় তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে ভবেরচর এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

ভবেরচর মোহাম্মদ আলী প্লাজা, বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় দোকান, রাস্তা ও পথচারীদের মাঝে ৩১ দফার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শরিফ উদ্দিন মাস্টার, গজারিয়া থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ফুয়াদ হাসান, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদল সভাপতি নোমান বিল্লা বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩