বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি বাউফলে ড. মাসুদের গণসংযোগ নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৯০ দিনে কুরআনের হাফেজ হলেন মাহদী রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু মুন্সিগঞ্জে আবাসিক ভবন থেকে গুলি-অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জামসহ আটক চৌদ্দগ্রামে খোলা আকাশে নিচে আগুনে বসতঘর পুড়ে যাওয়া দুই পরিবার

২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি রাঙামাটির মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ -ধর্মবিষয়ক সম্পাদক, এডভোকেট দীপেন দেওয়ানকে দেখতে চান বাঘাইছড়ি উপজেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা।

স্থানীয়দের মতে, দীপেন দেওয়ান শুধু দলের একজন নিবেদিত নেতা নন, বরং বাঘাইছড়ি তথা রাঙামাটির মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন।

পাহাড়ি ও বাঙালির মিলনস্থল এই জনপদে দীর্ঘদিন ধরে অনুন্নয়ন, স্বাস্থ্যসেবা সংকট, শিক্ষা ও কর্মসংস্থানের ঘাটতি, এবং যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা বিদ্যমান। স্থানীয়দের প্রত্যাশা—আগামী নির্বাচনে এমন একজন জনপ্রতিনিধি দরকার, যিনি জাতীয় সংসদে এসব সমস্যা জোরালোভাবে উপস্থাপন করতে পারবেন এবং উন্নয়ন কার্যক্রমে বাস্তবসম্মত উদ্যোগ নেবেন।

তৃণমূল নেতাদের দাবি, বিএনপির রাজনৈতিক দুর্দিনেও দীপেন দেওয়ান সবসময় কর্মীদের পাশে থেকেছেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছেন। সৎ, ত্যাগী ও সহজ-সরল ব্যক্তিত্বের কারণে তিনি দলের ভেতরে ও বাইরে উভয় মহলে আস্থা অর্জন করেছেন।

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বাহারী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একজন প্রকৃত জনবান্ধব নেতার অপেক্ষায় আছি। দীপেন দেওয়ান আমাদের আশার প্রতীক। তাঁকে মনোনয়ন দিলে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে।”

প্রবীণ বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, “পাহাড়ি–বাঙালির সম্প্রীতি রক্ষায় দীপেন দেওয়ানের ভূমিকা প্রশংসনীয়। তিনি পার্বত্য অঞ্চলের মানুষকে এক কণ্ঠে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন।”

সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি সোনার রঞ্জন চাকমা বলেন, “দীপেন দেওয়ানের নেতৃত্ব সবসময় ঐক্যবদ্ধ ও ইতিবাচক। তাঁর নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও দীপেন দেওয়ানের পক্ষে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সমর্থনের ঢেউ বইছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তাঁর মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, “দীপেন দেওয়ান একজন নরম-ভাষী, পরিপক্ব রাজনীতিবিদ। তাঁর নেতৃত্বে দলীয় অভ্যন্তরীণ বিভাজন কমবে এবং মাঠ পর্যায়ে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে।”

নতুন প্রজন্মের ভোটেরদের মত, দীপেন দেওয়ানকে প্রার্থী হিসেবে দেখলে তারা আশা করছেন পার্বত্য রাঙামাটির উন্নয়ন ও সমাজে শান্তি ও ঐক্য বজায় থাকবে। শিক্ষিত ও যুব সমাজ মনে করছে, দীপেন দেওয়ানের নেতৃত্বে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে এবং তৃণমূল পর্যায়ের জনগণও তাদের স্বাভাবিক অধিকার ও সুযোগ পাবে। তারা চায় এমন একজন প্রতিনিধি, যিনি শুধুমাত্র রাজনৈতিক চরিত্রে নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য কার্যকরভাবে কাজ করবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাঘাইছড়ির বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন একজন প্রার্থী প্রয়োজন, যিনি অতীতের আস্থাহীনতা কাটিয়ে নতুনভাবে মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে পারেন। তৃণমূলের প্রত্যাশা—দীপেন দেওয়ানই সেই নেতৃত্ব, যিনি রাঙামাটির রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা আনতে সক্ষম হবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩