আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদকাল আগামী ১ বছর।
মঙ্গলবার (২১ অক্টোবর ) নতুন কমিটির নাম প্রকাশ করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রাজিব মজুমদার ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় নাইডু।
কমিটির সহ-সভাপতি পাপন দেব সহ বাকি সদস্যরা হলেন, রায়হান আহমেদ : যুগ্ম সম্পাদক, জুবেদ আহমেদ : সাংগঠনিক সম্পাদক, অমিত শাহা : কোষাধ্যক্ষ এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রুবেল সহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি রাজিব মজুমদার বলেন, ' নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা আমার জন্য যেমন গর্বের, তেমনি বড় একটি দায়িত্বও। আমাদের শিক্ষক, সিনিয়র ও জুনিয়র ভাইবোনদের সহযোগিতায় আমরা সবাই মিলে এসোসিয়েশনকে আরও ঐক্যবদ্ধ ও প্রাণবন্ত করে তুলব। যারা শুরু থেকে এই সংগঠনের জন্য পরিশ্রম করেছেন, তাঁদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। সবাই দোয়া করবেন, যেন আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।'
নবনির্বাচিত সাধারণ সম্পাদক হৃদয় নাইডু বলেন, 'সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এটা শুধু একটি পদ নয়, বরং বড় একটি দায়িত্ব ও আস্থার প্রতীক।আমি চেষ্টা করব সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও সুনামকে আরও উজ্জ্বল করতে। আমরা সিলেটিরা একলগে অইলেই কামর মাজে আত্মা আইয়য়—একসাথে থাকলে কোনো সমস্যাই আমাদের থামাতে পারবে না।'