বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
মোঃ মোস্তাকিম বিল্লাহ, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের রাগামারা এলাকা ও মাঝিপাড়া সম্প্রদায়ের আসাদ ফুড এবং হালিম ফুড প্রডাক্টস এ অভিযান পরিচালিত হয়েছে। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ কেমিক্যালের ব্যবহার এবং ভেজাল পণ্য তৈরির মতো নানা অপরাধের কারণে ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে।
দুটি ভিন্ন মামলায় উল্লিখিত বেকারিকে ৩৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকিউল বারী এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ত্রিশালের দুই বেকারিতে অনুসন্ধান করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অন্যান্য অভিযোগে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩