প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৯:০১ এ.এম
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা, ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭ জন সদস্যকে মনোনীত করা হয়েছে।
২০ অক্টোবর ২০২৫, সোমবার, কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক আবদুর রহিম কর্তৃক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের জন্য কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এর আগে, ১৩ অক্টোবর ২০২৫ তারিখে পবিপ্রবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জাফরিন সুলতানা। তাদের ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল, যা কেন্দ্রীয় দপ্তরে জমা দিয়ে অনুমোদন প্রাপ্ত হয়েছে।
নতুন কার্যনির্বাহী সদস্যদের পদ ও নামসমূহ নিম্নরূপ: সভাপতি মো সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জাফরিন সুলতানা, সহ-সভাপতি তানজিলা বেগম মীম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ, দপ্তর সম্পাদক মো আশরাফুজ্জামান রোমান, সহ সাংগঠনিক সম্পাদক মো তানভীন ইসলাম, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল, উপ-দপ্তর সম্পাদক সুমাইয়া আমিন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইমা সুলতানা এলীন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আদৃতা ইশরাত আভা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবিএম মোসাদ্দেক হোসেন জিহাদ, প্রচার সম্পাদক রিফাত রহমান, সম্পাদকীয় পর্ষদ মোহাম্মদ খোকন ও আল কাইয়ুম, কার্যনির্বাহী সদস্য মুশফিকুর রহমান ও আবদুল মান্নান।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। পবিপ্রবি শাখার যাত্রা শুরু হয় ২০২৪ সালের ৯ অক্টোবর। বর্তমান শাখা শিক্ষার্থীদের লেখালেখি ও সৃজনশীলতায় উৎসাহিত করতে বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালা আয়োজন করছে।
সম্পাদকঃ এম এ জাফর লিটন, প্রকাশকঃ ইয়াসমিন খাতুন, বাণিজ্যিক কার্যালয়ঃ জেলা সুপার মার্কেটের পূর্ব পাশে, মোনালিসা প্লাজার দ্বিতীয় তলা, মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।